Lava Bleze Curved 5G ফোন 5ই মার্চ লঞ্চ হতে চলেছে,দেখে নিন এর দাম এবং স্পেসিফিকেশন

লাভা অফিশিয়ালি ঘোষণা করে দিয়েছে যে আগামি 5মার্চ ভারতে তার আপকামিং ফোন Lava Blaze Curved 5G লঞ্চ করা হবে। নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই ফোনটি কার্ভড ডিসপ্লে সহ মার্কেটে পেশ করা হবে।এই ফোনটি লিকের মাধ্যমে পাওয়া ব্লেজ কার্ভ 5g ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

ভারতের Lava Bleze Curved 5G Phone

Lava Bleze Curved 5G ফোনটি এক ইভেন্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে আগামী 5মার্চ ইন্ডিয়ায় লঞ্চ হবে।সেই দিন কোম্পানি দুপুর 12 টায় একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে এই lava bleze curved 5gফোনটির দাম এবং সেল ডিটেলস ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে ।লাভা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে এই লাইভ দেখানো হবে।এবং শপিং সাইট আমাজনে ও Lava Blaze Curved 5G ফোনের লঞ্চ দেখানো হবে।

Lave Bleze Curved 5G ফোনের স্পেসিফিকেশন

Lava bleze curved 5g phonephone

Display:এই ফোনের লিক অনুসারে Lava Bleze Curved 5G ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশরেট যুক্ত Amoled ডিসপ্লে থাকতে পারে ।

Processor:Lava Blaze Curve 5G ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর থাকতে পারে ।টিজার থেকে জানা গিয়েছে এই চিপসেট 5,50,000 An Tu Tu স্কোর পেয়েছে।

Camera:এই ফোনটিতে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে ।লিক অনুসারে এই ফোনটিতে 64 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গিয়েছে ।

Battery:এই ফোনটিতে দুর্দান্ত পাওয়ার বেকআপ রয়েছে ।এত কম বাজেটের মধ্যে 18W এর ফাষ্ট চার্জিং যুক্ত সাপোর্টেড 5000 mAh ব্যাটারি দেওয়া হবে বলে কোম্পানি নিশ্চিত করেছে ।

  • আরও পড়ুন

এই লিংকে ক্লিক করুন

Leave a Comment